নিজের গভীরে আমি, অন্তরে অন্তরে!
আমার জন্মস্হান বিক্রমপুরের শ্রীনগর উপজেলার 'ব্রাহ্মনখোলা' নামক একটি অখ্যাত গ্রামে। তবে বর্তমানে আমি ঢাকা শহর কেন্দ্রে পৈত্রিক বাড়ীতে স্হায়ীভাবে বাস করছি । একটি শেখ পরিবারে আমার জন্ম তাই পদবী নিয়ে আমার নাম শেখ মোহাম্মদ নজরুল ইসলাম (S.M. Nazrul Islam)। কর্মজীবনে সরকারী কর্মকর্তা ছিলাম। বর্তমানে শখের পেশা - আমি একজন ফ্রিল্যান্সার, ব্লগার, কনটেন্ট রাইটার, গীতিকার, সুরকার ও এমেচার সিংগার।
অবসরে, সময় সুযোগে অন-লাইনে লেখালিখি করি। যেন আমার পরেও লেখাগুলি আগামী দিনের জন্য সংরক্ষিত থাকে। কিন্তু আমি অন-লাইন থেকে কোন প্রচার বা উপার্জনের চেষ্টা করিনা। আমি খুবই সংগীত প্রিয় একজন মানুষ। আমার গভীরে আমি, আমি কেমন মানুষ ? জীবনে ভাল লাগা/মন্দ লাগার বিষয়টা ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তনশীল। আমার ভাল লাগা/মন্দ লাগার বিষয়ে যা আমি অন্তরে ধারন করি:
শখের বিষয়: নিজের কথায় নিজের সুরে গান করা ও বাগান করা।
প্রথম লেখা: একটি লিরিক (সম্পূর্ন গানের কথা লিখতে ৬মাস লেগেছিল)।
প্রথম শিক্ষক: বড় বোন সামসুন নাহার।
বেশী ভালবাসি: মাকে ।
মানুষ পছন্দ হয়: নিষ্পাপ শিশূদের।
সৌন্দর্য্যের পূজারী: প্রকৃতি ও সুন্দর মানব/সুন্দরী মানবীর সৌন্দর্য্য দেখে বিমোহিত হলে।
জীবনী পছন্দ: মহামানব ও মনিষীদের জীবনী।
পছন্দের রং: ফিরোজা/নীল ।
পছন্দের ফুল: গোলাপ/গন্ধরাজ।
পছন্দের ফল: আম ও কলা।
পছন্দের খাবার: ভাত-মাছ।
সেরা কবি (কাব্যগ্রন্থ): কবি নজরুল ইসলাম।
সেরা লেখক (উপন্যাস): নীহার রন্জন গূপ্ত।
পছন্দের উপন্যাস: কড়ি দিয়ে কিনলাম।
পড়াশুনার বিষয়: ধর্ম,কল্যানকর প্রযুক্তি/সফটওয়ার, অজানা রহস্য,মহাকাশ ও সমূদ্র।
পছন্দের লেখা: নিজের কবিতা/লিরিকস/জীবনের গল্পগূচ্ছ।
নিজস্ব ব্লগ সাইট: www.blogger.com/profile/18129982803879256478
নিজ প্রফেশনাল সাইট: www.linkedin.com/in/recentbd
অতীত কর্ম সংস্থা: বিসিআইসি, প্রধান কার্যালয়, ঢাকা। www.bcic.gov.bd
পছন্দের সিনেমা: এন আনফরগটেবল অ্যটাম (মংগোলিয়ান কিশোর প্রেমের গল্প)।
নিজ এলাকা: ঢাকা'র খিলগাও।
পৃথিবীতে আগমন: ১২ই জানুয়ারী।
ভাল লাগার দিন: ১লা বৈশাখ/১লা ফাল্গুন।
বেদনার দিন: ১৮ই রমজান (মায়ের মৃত্যুর দিন)।
আমার দোষচক্র: আমার সত্য ও ন্যয় কথা কেউ বিশ্বাস না করলে রেগে যাই।
যা ভালো লাগে: নতুন লিরিকে, নতুন সুরে মিউজিক সৃষ্টিতে।
ঘৃণার চোখে দেখি: মিথ্যুক,স্বার্থবাদী, প্রতারক, অকৃতজ্ঞ ও গাদ্দারকে।
সন্দেহের চোখে দেখি: যে সকল মহিলারা চকচকে ইমিটেশন গহনার মতো নিজের উজ্জলতা প্রকাশে বেশী সচেষ্ট হয়।
যা বিরক্ত লাগে: মিথ্যা বলে ইনবক্সে/ফোনে কেউ টাকা চাইলে।
যা রাগ সৃষ্টি করে: মিথ্যা কথা বললে ও মিথ্যা বদনাম করলে।
রাগের বহি:প্রকাশ: অনলাইনে আনফ্রেন্ড করি/ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করি।
বিশ্বাস ভংগ করলে: আত্নীয় কিংবা অনাত্নীয় যে কাউকে পছন্দের তালিকা থেকে বাদ দেই, প্রয়োজনে সম্পর্কচ্ছেদ করি।
মন খারাপ থাকলে: একাকী থাকি, গান শুনি/গান গাই।
কষ্ট প্রকাশ করি: ঘটনা প্রবাহ/কবিতা/গল্প/গান লিখে।
যখন দু:খ হয়: প্রিয়জন কেউ ভুল বোঝলে।
অসূস্থ্য হলে: পৃথিবীর সব অর্জন মুল্যহীন মনে হয়। অসম্পূর্ন কাজগুলির কথা মনে পড়ে।
স্মৃতির বছর: ১৯৭১ (বাবার সাথে রেসকোর্স ময়দানে ৭ই মার্চের ভাষন শোনা ও মুক্তিযুদ্ধ), ১৯৭৪ (বন্যা ও স্কুল ভিজিটে আসা বংগবন্ধুর সাথে হেন্ডশেক) ও ১৯৮৮ সনের বন্যা।
অতীত স্মরনে: দিনগুলি আর ফিরবে না ভেবে কষ্ট লাগে, সেই স্মৃতির মানুষগুলিকে আবার দেখতে ও জায়গাগুলি ভ্রমনে ইচ্ছা জাগে।
মন ভালো থাকলে: বন্ধুদের খোজ নেই/একা ঘুরতে বের হই।
উপদেশ প্রদানে: অপরের কল্যানে সর্বদা সৎ উপদেশ দেই ।
মনে প্রশান্তি হয়: দূস্থ: ও অসহায় মানুষদেরকে মুক্ত হস্তে দান করলে।
যে স্বপ্ন দেখি: দূস্থ: ও অসহায়দের জন্য একটি চ্যারিটি ফাউন্ডেশন গড়ে তুলবো।
সারাংশে: জীবনে বেশীর সময় একাকী চলতে চলতে আমার পৃথিবী খুবই আইসোলেটেড, পছন্দের বন্ধু-বান্ধব হাতে গোনা দু'চারটে। এই আমি আপন স্বত্তাকে অনেক ভালবাসি; অপরকে অন্ধ অনুসরন করতে ভাল লাগে না, আত্ন-অহংকারী নীচু মনের মানুষকে এড়িয়ে চলি, মূল্যহীন গাল-গপ্প করে সময়ের অপচয় না করে বিশ্রাম নেয়া উত্তম মনে করি, সহজে খারাপের সাথে নিজেকে মিশতে দেই না।
No comments:
Post a Comment