Wednesday, July 19, 2023

নিজের গভীরে আমি, অন্তরে অন্তরে!

 

নিজের গভীরে আমি, অন্তরে অন্তরে!

আমার জন্মস্হান বিক্রমপুরের শ্রীনগর উপজেলার 'ব্রাহ্মনখোলা' নামক একটি অখ্যাত গ্রামে। তবে বর্তমানে আমি ঢাকা শহর কেন্দ্রে পৈত্রিক বাড়ীতে স্হায়ীভাবে বাস করছি । একটি শেখ পরিবারে আমার জন্ম তাই পদবী নিয়ে আমার নাম শেখ মোহাম্মদ নজরুল ইসলাম (S.M. Nazrul Islam)। কর্মজীবনে সরকারী কর্মকর্তা ছিলাম। বর্তমানে শখের পেশা - আমি একজন ফ্রিল্যান্সার, ব্লগার, কনটেন্ট রাইটার, গীতিকার, সুরকার ও এমেচার সিংগার।

অবসরে, সময় সুযোগে অন-লাইনে লেখালিখি করি। যেন আমার পরেও লেখাগুলি আগামী দিনের জন্য সংরক্ষিত থাকে। কিন্তু আমি অন-লাইন থেকে কোন প্রচার বা উপার্জনের চেষ্টা করিনা। আমি খুবই সংগীত প্রিয় একজন মানুষ। আমার গভীরে আমি, আমি কেমন মানুষ ? জীবনে ভাল লাগা/মন্দ লাগার বিষয়টা ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তনশীল। আমার ভাল লাগা/মন্দ লাগার বিষয়ে যা আমি অন্তরে ধারন করি:
শখের বিষয়: নিজের কথায় নিজের সুরে গান করা ও বাগান করা।
প্রথম লেখা: একটি লিরিক (সম্পূর্ন গানের কথা লিখতে ৬মাস লেগেছিল)।
প্রথম শিক্ষক: বড় বোন সামসুন নাহার।
বেশী ভালবাসি: মাকে ।
মানুষ পছন্দ হয়: নিষ্পাপ শিশূদের।
সৌন্দর্য্যের পূজারী: প্রকৃতি ও সুন্দর মানব/সুন্দরী মানবীর সৌন্দর্য্য দেখে বিমোহিত হলে।
জীবনী পছন্দ: মহামানব ও মনিষীদের জীবনী।
পছন্দের রং: ফিরোজা/নীল ।
পছন্দের ফুল: গোলাপ/গন্ধরাজ।
পছন্দের ফল: আম ও কলা।
পছন্দের খাবার: ভাত-মাছ।
সেরা কবি (কাব্যগ্রন্থ): কবি নজরুল ইসলাম।
সেরা লেখক (উপন্যাস): নীহার রন্জন গূপ্ত।
পছন্দের উপন্যাস: কড়ি দিয়ে কিনলাম।
পড়াশুনার বিষয়: ধর্ম,কল্যানকর প্রযুক্তি/সফটওয়ার, অজানা রহস্য,মহাকাশ ও সমূদ্র।
পছন্দের লেখা: নিজের কবিতা/লিরিকস/জীবনের গল্পগূচ্ছ।
নিজস্ব ব্লগ সাইট: www.blogger.com/profile/18129982803879256478
নিজ প্রফেশনাল সাইট: www.linkedin.com/in/recentbd
অতীত কর্ম সংস্থা: বিসিআইসি, প্রধান কার্যালয়, ঢাকা। www.bcic.gov.bd
পছন্দের সিনেমা: এন আনফরগটেবল অ্যটাম (মংগোলিয়ান কিশোর প্রেমের গল্প)।
নিজ এলাকা: ঢাকা'র খিলগাও।
পৃথিবীতে আগমন: ১২ই জানুয়ারী।
ভাল লাগার দিন: ১লা বৈশাখ/১লা ফাল্গুন।
বেদনার দিন: ১৮ই রমজান (মায়ের মৃত্যুর দিন)।
আমার দোষচক্র: আমার সত্য ও ন্যয় কথা কেউ বিশ্বাস না করলে রেগে যাই।
যা ভালো লাগে: নতুন লিরিকে, নতুন সুরে মিউজিক সৃষ্টিতে।
ঘৃণার চোখে দেখি: মিথ্যুক,স্বার্থবাদী, প্রতারক, অকৃতজ্ঞ ও গাদ্দারকে।
সন্দেহের চোখে দেখি: যে সকল মহিলারা চকচকে ইমিটেশন গহনার মতো নিজের উজ্জলতা প্রকাশে বেশী সচেষ্ট হয়।
যা বিরক্ত লাগে: মিথ্যা বলে ইনবক্সে/ফোনে কেউ টাকা চাইলে।
যা রাগ সৃষ্টি করে: মিথ্যা কথা বললে ও মিথ্যা বদনাম করলে।
রাগের বহি:প্রকাশ: অনলাইনে আনফ্রেন্ড করি/ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করি।
বিশ্বাস ভংগ করলে: আত্নীয় কিংবা অনাত্নীয় যে কাউকে পছন্দের তালিকা থেকে বাদ দেই, প্রয়োজনে সম্পর্কচ্ছেদ করি।
মন খারাপ থাকলে: একাকী থাকি, গান শুনি/গান গাই।
কষ্ট প্রকাশ করি: ঘটনা প্রবাহ/কবিতা/গল্প/গান লিখে।
যখন দু:খ হয়: প্রিয়জন কেউ ভুল বোঝলে।
অসূস্থ্য হলে: পৃথিবীর সব অর্জন মুল্যহীন মনে হয়। অসম্পূর্ন কাজগুলির কথা মনে পড়ে।
স্মৃতির বছর: ১৯৭১ (বাবার সাথে রেসকোর্স ময়দানে ৭ই মার্চের ভাষন শোনা ও মুক্তিযুদ্ধ), ১৯৭৪ (বন্যা ও স্কুল ভিজিটে আসা বংগবন্ধুর সাথে হেন্ডশেক) ও ১৯৮৮ সনের বন্যা।
অতীত স্মরনে: দিনগুলি আর ফিরবে না ভেবে কষ্ট লাগে, সেই স্মৃতির মানুষগুলিকে আবার দেখতে ও জায়গাগুলি ভ্রমনে ইচ্ছা জাগে।
মন ভালো থাকলে: বন্ধুদের খোজ নেই/একা ঘুরতে বের হই।
উপদেশ প্রদানে: অপরের কল্যানে সর্বদা সৎ উপদেশ দেই ।
মনে প্রশান্তি হয়: দূস্থ: ও অসহায় মানুষদেরকে মুক্ত হস্তে দান করলে।
যে স্বপ্ন দেখি: দূস্থ: ও অসহায়দের জন্য একটি চ্যারিটি ফাউন্ডেশন গড়ে তুলবো।
সারাংশে: জীবনে বেশীর সময় একাকী চলতে চলতে আমার পৃথিবী খুবই আইসোলেটেড, পছন্দের বন্ধু-বান্ধব হাতে গোনা দু'চারটে। এই আমি আপন স্বত্তাকে অনেক ভালবাসি; অপরকে অন্ধ অনুসরন করতে ভাল লাগে না, আত্ন-অহংকারী নীচু মনের মানুষকে এড়িয়ে চলি, মূল্যহীন গাল-গপ্প করে সময়ের অপচয় না করে বিশ্রাম নেয়া উত্তম মনে করি, সহজে খারাপের সাথে নিজেকে মিশতে দেই না।
@এস,এম, নজরুল ইসলাম



No comments:

Post a Comment

এপোলো-১১ মিশনে অংশ নেয়া চাঁদের মাটিতে ঘুরে আসা লাল মানুষ দেখার শৈশব স্মৃতি।

এপোলো-১১ মিশনে অংশ নেয়া চাঁদের মাটিতে ঘুরে আসা লাল মানুষ দেখার শৈশব স্মৃতি। আমার শৈশবের কথা বলতে গেলে আমি প্রায়ই নস্টালজিয়াতে ভোগি। আজকে আ...